যাজ্ঞসেনী (গীত) / সুমন পোখরেল
দ্রুপদের দৃড় পুত্রী দ্রুপদনন্দিণী দ্রৌপদী পান্চালের রাজকন্যা চঞ্চল চঞ্চল পাঞ্চালী যজ্ঞ থেকে জন্মনো, সত্যমুখী যাজ্ঞসেনী যাজ্ঞসেনী...
অসীম যুগের জন্য / সুমন পোখরেল
ভার বহন করার কষ্ট হবে না নেই বোঝা পাঠানোর কোন দুঃখ । আসার সে তো আসবেই জীবন বয়স সময়। যেতে হবে, যা যাচ্ছে সময় বয়স জীবন। অসীম যুগের জন্য...
কীভাবে নিকটে আসতে পারি ? / সুমন পোখরেল
স্বার্থপর হ্রদে ডুবে নিজেরই মোহের শ্যাওলার নিচে ঢেকে গেছে এই শরীর কিভাবে বলি আমি তোমার ভক্ত আমার ভগবান! আমার ঈশ্বর! না কোনো শ্রেয়...
কামনা / সুমন পোখরেল
কামনারা খেলে চিরকাল আমি চষে বেড়াচ্ছি- কামনারা নিয়তি অবিদিত খেলে আমার মানসলোক নিয়ে শিশুদের মত . যদিও ক্রীড়ারত শিশু ভেঙে দেয় আমার মনের...