কামনা / সুমন পোখরেল
কামনারা
খেলে চিরকাল
আমি চষে বেড়াচ্ছি-
কামনারা
নিয়তি অবিদিত
খেলে আমার মানসলোক নিয়ে
শিশুদের মত .
যদিও ক্রীড়ারত শিশু
ভেঙে দেয় আমার মনের খেলনা
ক্ষতবিক্ষত করে প্রাচীর
টেনে তুলে ফেলে মনের স্তর
সমাধান দিয়ে ফেলে তাদের এবং
ছুঁড়ে ফেলে দেয় আশপাশে
কামনারা অবিদিত থেকে যায়
মানুষের নশ্বর অস্তিত্বে
লিখিত হয় অপূর্ণতায়
তারা ধ্বংস হয় না
কারণ বলা হয় তাদের উচিৎ না-
দাঁড়িয়ে থেকে আশার মৃত্যু
ঘোষণা করে দেয়া
কামনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় , অকুতোভয়ে
মনের চারিধারে ঘোরে
শাখায় প্রশাখায় দোলে
ভাঙা টুকরো গিলে খায়
মনের ভিত নাড়িয়ে দেয়
কখনও কখনও তারা মনের ঘণ্টা অবিরাম বাজিয়ে যায়
ঝরে পড়ে অনুভুতি
এটা মজার
মনের ধাঁধাগুলো
ছড়িয়ে পড়ে বিক্ষিপ্ত
কামনার দ্বারা
একত্রিতকরনের মত
আমার ছোট মেয়ের খেলনা
যেভাবে ছড়িয়ে থাকে তাঁর খেলার সময়
আমি কামনাদের পছন্দ করি শিশুদের মতো
এবং তাদের খেলার মতো
যা আমাকে জ্বালাবে সব সময়
জীবনকে জানার মাধ্যমে
আমি ঝুঁকে গিয়ে সেলাম জানাই কামনাদের
এটা তাদের জন্য না যে আসবে আর খেলবে
ফাঁকা মনের সাথে ঠিক আমার মতো
জীবন হারিয়ে যাবে
আমার চোখ থেকে কবে
আমাকে কোন কথা না বলে
..........................................
(অনুবাদ : শাফিনুর শাফিন )
Related Posts
See Allमैले लेख्न शुरू गरेको, र तपाईँले पढ्न थाल्नुभएको अक्षरहरूको यो थुप्रो एउटा कविता हो । मैले भोलि अभिव्यक्त गर्ने, र तपाईँले मन लगाएर वा...