যাজ্ঞসেনী (গীত) / সুমন পোখরেল
দ্রুপদের দৃড় পুত্রী দ্রুপদনন্দিণী দ্রৌপদী পান্চালের রাজকন্যা চঞ্চল চঞ্চল পাঞ্চালী যজ্ঞ থেকে জন্মনো, সত্যমুখী যাজ্ঞসেনী যাজ্ঞসেনী...
অসীম যুগের জন্য / সুমন পোখরেল
ভার বহন করার কষ্ট হবে না নেই বোঝা পাঠানোর কোন দুঃখ । আসার সে তো আসবেই জীবন বয়স সময়। যেতে হবে, যা যাচ্ছে সময় বয়স জীবন। অসীম যুগের জন্য...
কীভাবে নিকটে আসতে পারি ? / সুমন পোখরেল
স্বার্থপর হ্রদে ডুবে নিজেরই মোহের শ্যাওলার নিচে ঢেকে গেছে এই শরীর কিভাবে বলি আমি তোমার ভক্ত আমার ভগবান! আমার ঈশ্বর! না কোনো শ্রেয়...
এ তুমি, যেমন তুমি / সুমন পোখরেল
জীবন আর কিছুটা মৃত্যুর পাড়ে দাঁড়িয়ে অনস্তিত্বের রূপের সাথে গলা মিলিয়ে বাতাসের বয়ে যাওয়া বন্ধ করে দেয়ার মতো, আমি ভ্রান্তির মধ্যে বেঁচে...
কামনা / সুমন পোখরেল
কামনারা খেলে চিরকাল আমি চষে বেড়াচ্ছি- কামনারা নিয়তি অবিদিত খেলে আমার মানসলোক নিয়ে শিশুদের মত . যদিও ক্রীড়ারত শিশু ভেঙে দেয় আমার মনের...
শৈশব / সুমন পোখরেল
যদিওবা তারা ছিঁড়ে নিতে চেষ্টা করে ফুল নিজেকে তাদের হাতে সমর্পিত করে যদি এটা তাদের গোড়ালিকে খোঁচা দেয় কাঁটা তাকে সারা জীবনের মত ঘৃণা...
َنْتَ كَمَا أَنْتَ
الْوُقُوْفُ عَلَى هَامِشِ الْحَيَاةِ فِي الْحَيَاةِ يُعَانِقُ شَكْلًا خَيَالِيًا مِثْلَ الرِّيِاحِ الَّتِي أَوْقَفَتْ هُبُوْبَهَا،...
أُمْنِيّاتٌ
الأُمْنِيَاتُ مُسْتَمِرَّةٌ بِلَا انْقِطَاعٍ أتَطَلَّعُ إِلَى المُسْتَقْبَلِ... أَجْهَلُ القِسْمَةَ وَالنَّصِيْبَ أفُتِشُ عَنْ الهُروبِ...