শৈশব / সুমন পোখরেল
যদিওবা তারা ছিঁড়ে নিতে চেষ্টা করে
ফুল নিজেকে তাদের হাতে সমর্পিত করে
যদি এটা তাদের গোড়ালিকে খোঁচা দেয়
কাঁটা তাকে সারা জীবনের মত ঘৃণা করবে।
স্বপ্ন গুলো দুবার ভেবে পরিশুদ্ধ হয়ে নরম হয়
যাতে তাদের চোখে গিয়ে বসতে পারে।
একবার যখন তাদের ঠোঁটে তারা স্থান নিয়ে নেয়
তখন সবচেয়ে ভয়ঙ্কর শব্দও
সুললিত আধো বোল হয়ে বের হয়ে আসে
পর্বতের নদী দ্রুতবেগে নিচের দিকে ধাবিত হয়
পাখিদের বিদ্রুপ করতে করতে
তাদের পরিচ্ছন্ন হাসি শুনে
তার অহমিকার জন্য অনুতপ্ত হয়
চুপচাপ মধেস এর দিকে বয়ে চলে।
যদিওবা তারা কেলার সময় পতিত হয়
প্রকৃতি তাদের সৃষ্টিশিল খেলায় নিমগ্ন হয়
জানেনা কখন তারা আবার মজার খেলা
শুরু করতে পারবে।
তারা বিশ্বাস করে তারা অজান্তে মাটিতে পরে গেলে
বেশির ভাগ সময় আঘাত পাবে না।
এমন কি অনেক সাধনার পরেও
কোন ফুল তাদের নিস্পাপ হাসি
আয়ত্ত করতে পারবে না ।
সঙ্গীতের সব বাদ্যযন্ত্র শত শত বছর
সঙ্গীতজ্ঞের সান্নিধ্যে থেকেও
গম্ভীরতা অর্জনে ব্যর্থ হয়েছিল।
যদি তারা পিষে ফেলে ফুলদানি হাসি শুষে নেয়
যখন তারা টুকরো হয়ে যায়।
তাদের হাত থেকে ঝরে পরার সুযোগের জন্য
যাই তারা ধারন করে তা আনন্দ হয়ে ঝরে ।
তাদের সাথে খেলার সুযোগ পেতে
জল তাদের নিজেদের রঙ ভুলে যায়।
আমি বিস্মিত ভেবে-
বিধাতা কি তাদের সাথে অন্যায় করেনি?
কোন যুদ্ধ ছাড়া সবাইকে হারিয়ে দেয়ার ক্ষমতা নিয়ে
বাচ্চারা তাদের সবচেয়ে সুন্দর মুহূর্ত সাথে নিয়ে
খেলায় ব্যস্ত।
একবার তারা বড় হয়ে গেলে
এই মুহূর্ত গুলো হারিয়ে যাবে
চিরদিনের জন্য ।
......................................
(আনুবাদ : শাফিনুর শাফিন )
...................................................................................................
Suman Pokhrel translated into Bangla by Shafinur Shafin
..................................................................................................
Read the original Nepali of this poem here
.............................................................................
Read translations of this poem by selecting the desired language below
...........................................................................................................
Related Posts
See Allमैले लेख्न शुरू गरेको, र तपाईँले पढ्न थाल्नुभएको अक्षरहरूको यो थुप्रो एउटा कविता हो । मैले भोलि अभिव्यक्त गर्ने, र तपाईँले मन लगाएर वा...