যাজ্ঞসেনী (গীত) / সুমন পোখরেল

দ্রুপদের দৃড় পুত্রী দ্রুপদনন্দিণী দ্রৌপদী

পান্চালের রাজকন্যা চঞ্চল চঞ্চল পাঞ্চালী

যজ্ঞ থেকে জন্মনো, সত্যমুখী যাজ্ঞসেনী

যাজ্ঞসেনী যাজ্ঞসেনী যাজ্ঞসেনী যাজ্ঞসেনী!

যোজনগন্ধা নিত্যাযুবনী কোমলহৃদয়ী মালিনী

কৃষ্ণের মতো কালো, কালো কৃষ্ণা পরমসুন্দরী

অনুসাশন পরাজিতা সহনশীলা সৈরর্ন্ধ্রী

জ্যোতি থেকে জন্মনো চন্দ্রমুখী যাজ্ঞসেনী

এক নারী দ্রৌপদী; দূর্গা, শচী, মানবী

রৌদ্ররূপা প্রতিশোধী স্বাভিমানী পর্ষতী

মহাভারত নায়িকা অদম্য মহাভারতী

অগ্নি থেকে জন্মনো জ্বালামুখী যাজ্ঞসেনী

সত্যমুখী চন্দ্রমুখী জ্বালামুখী যাজ্ঞসেনী

যাজ্ঞসেনী যাজ্ঞসেনী যাজ্ঞসেনী যাজ্ঞসেনী!

................................

(কবির নিজের অনুবাদ)

................................

#যজঞসন #অনবদ #গত #समनपखरल #SumanPokhrel

    0